সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ২৩৮ পয়েন্টে। সেই সঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে ৯১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির।
এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, লঙ্কা বাংলা ফাইন্যান্স, আইপিডিসি, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইডিএলসি ও রুপালি লাইফ ইনস্যুরেন্স।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২৫ কোটি ৩৫ লাখ লেনদেন হয়েছে।
Discussion about this post