বাংলাদেশের সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাল্টা চাষ করে সাফল্যের আশা করছেন প্রান্তিক পর্যায়ের মালটা চাষিরা। উপজেলায় দিন দিন মাল্টা চাষের দিকে ঝুঁকছে কৃষকরা। এরই মধ্যে জানা গেছে ছোট-বড় বাগান করে প্রায় অনেক কৃষক মাল্টা চাষ করে সিজিনাল ভাবে লাভবান হচ্ছেন।
জানা যায় রাণীশংকৈল উপজেলায় মাল্টার পাশাপাশি নতুন ভাবে কিছু কিছু কৃষক কমলার চাষ শুরু করেছেন।যে জমিতে অন্য কোনো ফসলের চাষ হয় না। সে জমিতে সবুজ মাল্টা চাষ করলে বেশ লাভবান হওয়া যায়। প্রতি বিঘা জমিতে একশ’ চারা লাগানো যায়। ছয় বিঘা জমিতে মাল্টা চাষ করে, এখন প্রতি বছর খরচ বাদে এক-দেড় লাখ টাকা লাভ থাকে।
কথা হয় রানীশংকৈল উপজেলার করনাইট কুমারগঞ্জ গ্রামের মাল্টা চাষী মীর জামান মীমের এর সাথে, তিনি জানান দুই একর জমিতে তিনি মাল্টা চাষ করেছেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের পরামর্শ ও সহযোগিতা নিয়ে। দুই একর জমিতে প্রায় ৫০০ শ টি মাল্টা গাছ রোপন করা হয়েছে।
গাছ গুলোর ২ বছর ৮ মাস বয়সে প্রথম পর্যায়ে তিনি এক লক্ষ টাকার মালটা বিক্রি করেছেন, এবং পরবর্তীতে তিনি বাগান পরিচর্যার মাধ্যমে আরও সাফল্যের আশা করছেন। তার এই উদ্যোগ দেখে মাল্টা চাষের দিকে অগ্রসর হচ্ছেন উপজেলার ছোট বড় অনেক কৃষক।
এদিকে রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় নতুন পুরাতন বাগান মিলে এপযন্ত মোট ১৬ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে।, যা ঠাকুরগাঁও জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে এই মাল্টা বাজারজাত করা সম্ভব হবে বলে আশা করছেন কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ।
নাজমুল হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি