সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকল।
ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গেলেও সয়াবিন তেলের দাম অপরিবর্তিতই রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে পাম তেলের দাম লিটারে ৪ টাকা বেড়েছে।
রোববার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি শাখার অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পাম তেলের দাম এখন ১১৬ টাকা, যা আগে ছিল ১১২ টাকা।
খুচরা পর্যায়ে সয়াবিন তেলের দাম আগের মতোই প্রতি লিটার ১২৯ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৭২৮ টাকা।
অতিরিক্ত সচিব সফিকুজ্জামান বলেন, “বর্তমান বিশ্ব বাজার পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রস্তাব নিয়ে এসেছিলেন। বিশ্ববাজারে সয়াবিন তেলের কাঁচামালের দাম এখন প্রতি টন ১২০০ ডলারের ওপরে। তবুও আমরা ভোক্তাদের কথা বিবেচনায় দাম আগের মতোই রেখেছি।”
Discussion about this post