দুটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রামে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইএনএস সাবিত্রী’। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় জাহাজটি বন্দরের এনসিটি ৫ নম্বর জেটিতে পৌঁছায়।
এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে জাহাজটিকে স্বাগত জানান চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মইন। তিনি আইএনএস সাবিত্রীর কমান্ডার এন রবি সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোবাইল অক্সিজেন প্ল্যান্ট দুটির মধ্যে একটি স্থাপন করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরটি স্থাপন করা হবে বাংলাদেশ নৌবাহিনী বিএনএসএ পতেঙ্গায়। এ দুটি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট প্রতি মিনিটে ৯৬০ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম। কোভিড মহামারি মোকাবিলার জন্য ভারতীয় ডিআরডিওর তৈরি অক্সিজেন প্লান্ট দুটি বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে বলে জানানো হয় ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে।
অত্যাধুনিক সরঞ্জামে তৈরি এ প্ল্যান্টের মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী পদ্ধতিতে হাসপাতালগুলো সরাসরি অক্সিজেন ইনস্টলেশনের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার রিফিলও করতে পারবে।
এই নিয়ে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো সফরে এল সাবিত্রী। এর আগে মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মোংলা বন্দরে ঐতিহাসিক সফরে এসেছিল জাহাজটি। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের চলমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজটি সফরকালে আগামীকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী সাথে এক যৌথ অনুশীলনের অংশ নেওয়ার কথা রয়েছে।
আইএনএস সাবিত্রী জেটিতে আসার সময় নৌবাহিনীর চিরায়ত রেওয়াজ অনুযায়ী সুসজ্জিত ব্যান্ড দল বাদ্য পরিবেশন করে। নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় ২৯ সদস্যের ব্যান্ড দলটি জয় বাংলা বাংলার জয়, ধনধান্যে পুষ্প ভরা, যে মাটির বুকে, একাত্তরের মা জননী, ও ভাই খাঁটি সোনা, প্রতিদিন তোমায় দেখি ইত্যাদি দেশের গান পরিবেশন করে।