এখন থেকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না। কারণ, সঞ্চয়পত্র বিক্রির আগে গ্রাহকের টিআইএন সঠিক কি না, তা যাচাই করবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর। এ জন্য সম্প্রতি সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) টিআইএন সার্ভারে ঢুকে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য–উপাত্ত পরীক্ষা–নিরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে।
চলতি ২০২১–২২ অর্থবছরের বাজেটে দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সঞ্চয়পত্র বিক্রির সময় গ্রাহক যে টিআইএন নম্বর দেন তা সঠিক কি না, এত দিন সেটি যাচাই করা সঞ্চয় অধিদপ্তরের পক্ষে সম্ভব ছিল না। এখন থেকে সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা এনবিআরের টিআইএন সার্ভারে ঢুকে দেখতে পারবেন গ্রাহকের দেওয়া টিআইএন সঠিক কি না। সঠিক হলেই শুধু সঞ্চয়পত্র কেনার সুযোগ পাবেন গ্রাহক।
অন্যদিকে এ প্রক্রিয়ায় এনবিআরও সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের তথ্য জানতে পারবে। কোন কোন টিআইএনধারী সঞ্চয়পত্র কিনেছেন, বছর শেষে তাঁরা রিটার্নে কত টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন, তার সবই পরীক্ষা–নিরীক্ষা করা সম্ভব হবে। প্রসঙ্গত, সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়।
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে এনবিআর ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মধ্যে তথ্য আদান–প্রদান হবে। কিছুদিন আগে এ উপায়ে পাঁচটি কর অঞ্চলের সঙ্গে পরীক্ষামূলকভাবে সঞ্চয় অধিদপ্তরের তথ্য আদান-প্রদান হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের ৩১টি কর অঞ্চলের সঙ্গে এ ধরনের এপিআই ব্যবস্থা চালু করা হচ্ছে।