প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচক ও বাজার মূলধনে এ রেকর্ড হয়। বাজার মূলধন গতকাল এক দিনে ৪ হাজার ৭১৭ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায়। আর ডিএসইএক্স সূচকটি ৭ হাজার পয়েন্ট থেকে আর মাত্র দেড় শ পয়েন্ট দূরে অবস্থান করছে। বাছাই করা ভালো মৌলভিত্তির ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ২৮ পয়েন্ট বা প্রায় সোয়া ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫২ পয়েন্টে। আর শরিয়াভিত্তিক ডিএসইএস সূচকটিও সোয়া ১ শতাংশ বা ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮০ পয়েন্টে। ডিএসইএক্স, ডিএস-৩০ ও ডিএসইএস তিনটি সূচকই এখন রেকর্ড উচ্চতায় অবস্থান করছে।
Discussion about this post