গাড়ির ব্যবসার পাশাপাশি এবার খাদ্যপণ্যের ব্যবসায় বিনিয়োগ করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস। একই গ্রুপের খাদ্যপণ্যের ব্যবসায় ৮০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।
রোববার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারের বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ইফাদ অটোস। আর বিনিয়োগের এ খবরে রোববার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম সাড়ে ৪ শতাংশ বা ২ টাকা ৪০ পয়সা বেড়েছে।
ইফাদ জানিয়েছে, একই গ্রুপের সহযোগী খাদ্যপণ্য প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টসে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে ইফাদ অটোস। এ বিনিয়োগের বিপরীতে ইফাদ মাল্টি প্রোডাক্টসের ৪০ শতাংশ শেয়ারের মালিকানা নেবে ইফাদ অটোস। নিজস্ব তহবিল থেকে এ অর্থ বিনিয়োগ করা হবে। বিনিয়োগকারীদের সাধারণ সভায় অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
Discussion about this post