আগামী বছরের আগে কর্মীদের অফিসে ফেরত আনছে না প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। গত বৃহস্পতিবার কোম্পানির মেমোতে সব কর্মীকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে অ্যাপল কর্মীদের জানিয়েছিল, অফিসে আনার পরিকল্পনা হলে কর্মীদের বিষয়টি এক মাস আগেই জানানো হবে। এ ছাড়া সব কর্মীকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপল। মূলত, করোনার ডেলটা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই এ সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
প্রথমে অ্যাপল চেয়েছিল এই সেপ্টেম্বরে কর্মীদের অফিসে ফিরিয়ে আনবে, পরে তা অক্টোবর করা হয়। এখন অ্যাপল বলছে, ২০২২ সালের জানুয়ারির আগে নয়। তবে যখন কর্মীরা ফিরবেন, তখন তাঁদের সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে এসে কাজ করতে হবে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি অ্যাপল।