বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সদস্য পদ হারাতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের নামে দায়ের করা প্রতারণার মামলার কারণে ই-অরেঞ্জের বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ হিসেবে সদস্য পদ বাতিল হতে পারে জানা যায়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ই-ক্যাবের পরিচালক আসিফ আহনাফ এই তথ্য নিশ্চিত করেন।
প্রতিষ্ঠানটির মালিকপক্ষ এবং অন্তত পাঁচ জন কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হলে ই-অরেঞ্জ নিয়ে কী ভাবছে ই-ক্যাব, এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ব্যবসায়ী সংগঠন হিসেবে আমরা শুধু সাংগঠনিক ব্যবস্থাই নিতে পারবো। সেটিই হওয়ার পথে। আপনারা শুক্রবার (২০ আগস্ট) বা শনিবার (২১ আগস্ট) জেনে যাবেন।
আসিফ আহনাফ আরও বলেন বলেন, আমরা ই-অরেঞ্জের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা জানিয়েছিল যে, তাদের মালিকানায় পরিবর্তন এসেছে। কিন্তু কারা নতুন মালিকপক্ষ সে বিষয়ে আমাদের বিস্তারিত কিছু জানায়নি। মালিকানায় যারা নতুন এসেছেন তারাও নিজেদের সম্পর্কে আমাদেরকে কিছু জানায়নি। ই-কমার্স নির্দেশিকা হওয়ার পরেও কেন তারা আগের অর্ডার ডেলিভারি করছে না সেটি জানতে তাদেরকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের জবাব সন্তোষজনক ছিল না।
ফলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কার্যকরী ব্যবস্থা নেওয়ার গ্রহণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে।
Discussion about this post