জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অষ্টম ব্যাচের এই কর্মকর্তা সরকারি-বেসরকারি ও বিদেশি বিনিয়োগ, পর্যটন অঞ্চল গঠনসহ বেজাকে নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন দৈনিক অর্থনীতিকে কাছে।
** প্রশ্ন : বেজাতে আপনার আগামী তিন বছরের পরিকল্পনা কী?
দেখুন, ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলোতে এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রয়েছে সরকারের। বিশাল এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য বেশি জোর দিতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে। কারণ, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল।
একই সঙ্গে সম্ভাবনাময়ও। আমি নতুন কোনো অর্থনৈতিক অঞ্চলের দিকে নজর দেব না। পুরোনো যেসব অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে, সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব আগে। আমি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক ছিলাম, তখন বেজার কাজ সম্পর্কে সামান্য অভিজ্ঞতা ছিল। এখন এসে দেখলাম, এখানে কাজের পরিধি আরও অনেক বড়।
বঙ্গবন্ধু শিল্পনগরে ১৩টি শিল্পপ্রতিষ্ঠান এ বছর উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু করোনা তাদের পিছিয়ে দিয়েছে। আর সেখানে এখন পর্যন্ত ১১০টি প্রতিষ্ঠানের সঙ্গে জমির লিজ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এসব প্রতিষ্ঠান চাইলে তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবে।
জমি বরাদ্দ, রাস্তাঘাট নির্মাণ করে দেওয়াসহ গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ প্রদানের প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি। এখন ব্যবসায়ীদের প্রতিশ্রুতি পূরণের পালা। তারা কাজ শুরু না করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।