করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত কঠোর ‘লকডাউনের’ কারণে সাপ্তাহিক ছুটিসহ তিন দিন বন্ধের পর পুঁজিবাজার খুলছে সোমবার। একই সঙ্গে ব্যাংকের লেনদেনের সময় বাড়ায় পুঁজিবাজারে লেনদেনও সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।
রোববার (০৮ আগস্ট) বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিন। এছাড়া রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে পুঁজিবাজারেরও লেনদেন বন্ধ রয়েছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না। তাই পুঁজিবাজারও বন্ধ। তবে সোমবার থেকে লেনদেন চলবে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার (০৯ ও ১০ আগস্ট) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন সময় বাড়ানোর কারণে পুঁজিবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে।