চলতি বছর ডিসেম্বরে মাতারবাড়ীতে কয়লা খালাসের ৩০০ মিটার জেটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। তাতে আগামী বছর থেকে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে কয়লাবাহী বড় জাহাজ ভিড়তে পারবে। চট্টগ্রাম বন্দরের নতুন টার্মিনাল চালুর আগেই বাংলাদেশের সর্বোচ্চ বন্দর সুবিধায় নাম উঠবে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জেটির।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান গত রোববার প্রথম আলোকে বলেন, জাহাজের ড্রাফট বা গভীরতা বিবেচনা করলে এখনই সবচেয়ে বেশি সুবিধা মাতারবাড়ীতে। জাহাজ ভেড়ানোর জন্য বন্দর সেখানে সব আনুষঙ্গিক সুযোগ–সুবিধা দিচ্ছে।
মাতারবাড়ীতে বন্দর সুবিধা বাড়লেও এখনই তার সুফল পাবে না দেশের আমদানি–রপ্তানিকারকেরা। কারণ, মাতারবাড়ীতে কয়লা ও তেল খালাসের দুটি জেটিতে এখন শুধু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরঞ্জাম আনা হচ্ছে। সামনে বড় জাহাজে কয়লা আমদানি হবে।