মহামারির আবহে আবার রেপো ও রিভার্স রেপো হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
সেই সঙ্গে পূর্বাভাস দিয়ে শীর্ষ ব্যাংক জানিয়েছে, ২০২১-২২ অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৯ দশমিক ৫ শতাংশ।
গতকাল শুক্রবার মনিটরি পলিসি কমিটি বা আর্থিক নীতিনির্ধারণ কমিটির (এমপিসি) তিন দিনের বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, সেই হার অর্থাৎ রেপো ৪ শতাংশেই আছে। অন্যদিকে যে হারে ব্যাংকগুলোর কাছ থেকে রিজার্ভ ব্যাংক ধার নেয়, সেই রিভার্স রেপো হার রয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশে।
কোভিড সংকটে ভারতের অর্থনীতি গত অর্থবছরে সংকুচিত হয়েছে। এই পরিস্থিতিতে বাজারে নগদের জোগান এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গত বছর রেপো ও রিভার্স রেপো হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল শীর্ষ ব্যাংক। এরপর থেকে এ নিয়ে টানা সাতবার অপরিবর্তিত রাখা হলো রেপো ও রিভার্স রেপো হার।
Discussion about this post