প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশের বিনিয়োগকারীদের বিদেশে বিনিয়োগ করার জন্য নীতিমালা করা এখন সময়ের দাবি। সেই নীতিমালা হতে হবে এমন, যাতে কোনো ধরনের অর্থ পাচারের সুযোগ না থাকে। তবে তার আগে বিনিয়োগের খাত চিহ্নিত করতে হবে বলে জানান তিনি।
আজ রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে বিদেশের মাটিতে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালাবিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বিদেশে বিনিয়োগের নীতিমালা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়ার কথা মাথায় রেখে বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে শিগগিরই বহির্বিশ্বে বাংলাদেশি বিনিয়োগ নীতিমালার খসড়া চূড়ান্ত করা হবে।