২০ টাকায় মিলছে দুধ , কিনছেনা কেউই পানির দামে বিক্রি হচ্ছে দুধ ।
সারা দেশের মতো চট্টগ্রামে চলেছ কঠোর লকডাউন । এতে ডেইরি ফার্মের মালিকরা দুধ নিয়ে পড়েছেন চরম বিপাকে । লকডাউনে মিষ্টি ও দইয়ের দোকান বন্ধ। প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হলেও ক্রেতা ও দাম না থাকায় অনেক খামারিকে গুনতে হচ্ছে লোকসান।গরুর খাদ্য ও দৈনন্দিন খরচ জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন খামার মালিকরা।
চট্টগ্রামের পটিয়া শিকলবাহা ব্রীজের পশ্চিম পাশে খাজা ডেইরী ফার্ম এ গেলে দেখা যায়, খামারীতে নিযুক্ত শ্রমিকরা ড্রামে থাকা দুধ নালায় ফেলতে । খাজা ডেইরী ফার্মের মালিকের সাথে দুধ পানিতে ফেলার কথা কারন জানতে চাইেল তিনি জানায় লকডাউনের কারনে প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় শত শত লিটার দুধ । এ অবস্থা চললে খামার দেউলিয়ায় পরিণত হবে। সরকারি প্রণোদনা না পেলে খামার বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না বললেন মোঃ আসাদুজ্জামান, মালিক , খাজা ডেইরী ফার্ম। কর্নফুলীর অর্ন্তগত আরেক ডেইরী ফার্মের মালিক ইউসুফ জানান, তার খামার থেকে প্রতিদিন প্রায় ৭৫০ লিটার দুধ উৎপাধান হয় । তবে করোনায় সবকিছু বন্ধ ধাকার কারনেেএখন প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে তার। লকডাউনের আগে খামার থেকে ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা দুধ কিনতেন।
এখন বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেওয়ার পরও প্রতি লিটার দুধের মূল্য ৩০ টাকায় ও কিনছেনা কেউ বললেন মোঃ ইউসুফ, মালিক ইউসুফ ডেইরী ফার্ম। এমন লোকসানের হাত থেকে রক্ষা পাোয়ার জন্য সরকারের দিকে তাকিয়ে বুক বেধেছেন ইউসুফ ও আসাদের মত হাজারো ডেইরী ফার্মের মালিক ।
Discussion about this post