যে গরুটি দেখছেন তার নাম বিজয়।গরুরহাট কাপাঁতে আসছে বিজয় ।চট্টগ্রামের বায়েজীদ কুন্জছায়া আবাসিক এলাকায় হামিদা বেগম ও আজিজ দম্পতি শখের বসে পালা এই গরুটি দেখতে উৎসাহী হয়ে বিশাল দেহের এই গরুটি দেখতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থকে প্রতিনয়িত ছুটেঁ যাচ্ছেন ক্রেতা সহ -ছেলে বুডো সবাই।
বিদেশ থেকে সিলেটের এক লন্ডন প্রবাসী ও যোগাযোগ করেছে বলে জানায় গরুটির মালিক মোঃ আজিজ।
আজ থেকে ৫ বছর আগে ২০১৬ সালে ফয়েস লেকের খামারী আলীর কাছে খেকে ৪মাসের ফিজিয়ান জাতের গরুটি কিনেন গো-খাদ্য বিক্রেতা মোঃ আজিজ । ফ্রিজিয়ান প্রজাতির লাল খয়েরী রংয়ের্ এই গরুটির নাম শখ করে রাখা হয় বিজয়।
সাড়ে ৯ ফুট প্রশস্থের ও ৫ ফুট উচ্চতার গরুটির বর্তমান আনুমনিক ওজন প্রায় ৩৫ মণ। প্রতিদিন বিজয়ের জন্য প্রয়োজন হয় প্রায় ১২০০ টাকার গো-খাদ্য।সম্পুর্ন প্রাকৃতিক উপায়ে আর ফল মুল খাইয়ে ৩৫ মণের ফ্রিজিয়ান জাতের এই বিজয় এখন পর্যন্ত চট্টগ্রামের কোন ব্যক্তির ঘরে পালিত হওয়া সবছয়ে বড় গরু।
বিজয়ের ব্যপারে মোঃ আজিজের স্ত্রী হামিদা বেগমের সাথে কথা বললে সে জানায়, । করোনার এমন দুর্যোগকালীন সময়েও নিয়মিত দেখভাল আর পরিচর্যা করেছেন গরুটিকে । এবারের কোরবানীর পশুরহাটে ৩৫ মণ ওজনের বিজয়কে ন্যায্যদামে বিক্রির আশায় বুক বেধেছেন হামিদা বেগম আর আজিজ দম্পতি।