ব্রাজিল সবশেষ ম্যাচ হেরেছে আর্জেন্টিনার কাছেই (২০১৯ সালের নভেম্বরে, ১-০)। সৌদি আরবে ম্যাচটিতে দু্ই দলই ছিল প্রায় সমানে সমান। দুটি শক্তিশালী দলের লড়াইয়ে যে কোনো কিছুই হতে পারে। তাদের সঙ্গে খেলা হলে দারুণ একটি লড়াই হবে।
এবারের কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার দেখা হতে পারে কেবল ফাইনালেই। দুই দলের জন্যই যদিও তা এখনও দূরের পথ। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য লড়াই এখন থেকেই ছড়াচ্ছে রোমাঞ্চ। গ্রুপ পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ। ব্রাজিলকে নিয়ে বলার পাশাপাশি আর্জেন্টিনা কোচ বললেন নিজ দল, লিওনেল মেসি এবং আরও অনেক কিছু নিয়েও।
স্কালোনি বলেন এই দলে একজনই আছে, যার জায়গা নিশ্চিত। সবাই জানে, সে কে। বাকিদের জায়গা অর্জন করে নিতে হবে।
আমাদের ভিত শক্ত। অনেকেই আগে সম্ভব সেরাটা দিয়ে দলকে প্রতিনিধিত্ব করেছে এবং খেলে যাচ্ছে। প্রতি ম্যাচ ধরে এগোনো গুরুত্বপূর্ণ, ঢিল দেওয়ার অবকাশ নেই। প্রথম দিনই আমি এটা বলে দিয়েছি এবং তারা ভালোভাবেই জানে। ব্যক্তিগত কাউকে নিয়ে নয়, আমাদের ভাবনায় দলের ভালো।
স্কালোনি আরো বলেন আমরা বিশ্বাস করি, সব দলকেই কঠিন সময় দিতে পারি আমরা এবং সর্বোচ্চ লড়াই করতে পারি। নিজেদের পথ আমাদের জানা আছে এবং সামনের যে কোনো কিছুর জন্য সেরাটা দিতে আমরা প্রস্তুত।