কঠোর বিধিনিষেধে জরুরি পরিষেবার আওতায় চট্টগ্রাম বন্দর সচল থাকবে। এ সময়ে বন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ২৭ দফা নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সপ্তাহব্যাপী চলাচলে বিধিনিষেধ–সম্পর্কিত প্রজ্ঞাপন জারির পর বন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা দেয়। বন্দরের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদের সই করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।
নির্দেশনায় বলা হয়, জরুরি পরিষেবা বিবেচনায় বন্দরের পাশাপাশি সংশ্লিষ্ট অফিসগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পরিচালন কার্যক্রম স্বাভাবিক সময়ের মতো ২৪ ঘণ্টা সচল থাকবে।
কঠোর বিধিনিষেধের সময় বন্দর থেকে পণ্য খালাস নেওয়ার কাজ দ্রুত করতে শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্টসহ যেসব ব্যবহারকারী রয়েছে, তাদের সহায়তা দিতে ব্যাংক, কাস্টমস, পরমাণু শক্তি কমিশন, উদ্ভিদ সংঘনিরোধ কার্যালয়সহ সংশ্লিষ্ট অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিপিং এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডারদের ন্যূনতম জনবল রেখে স্বাস্থ্যবিধি মেনে আমদানি পণ্য চালানের ডিও বা সরবরাহ আদেশ ইস্যুর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশনায়। এ ছাড়া আমদানিকারকেরা যাতে পণ্য খালাস করে বন্দর কার্যক্রম সচল রাখেন, সে কথাও নির্দেশনায় বলা হয়েছে।