শেয়ারবাজারে স্বল্প মূলধনী কোম্পানির জন্য চালু হওয়া আলাদা এসএমই বোর্ডের আওতায় মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ। তিন বছর বোনাস শেয়ার ইস্যু না করার শর্তে কোম্পানিটি মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে।দ্বিতীয় এসএমই কোম্পানি হিসেবে এটি শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেল।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১১ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। স্বল্প মূলধনী কোম্পানি বিধির আওতায় যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে এ মূলধন সংগ্রহ করা হবে। গতকাল বুধবার শেয়ারবাজার থেকে কোম্পানিটির মূলধন সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
সভা শেষে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি ১১ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। যোগ্য বিনিয়োগকারী জন্য প্রস্তাব বা কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে বিক্রি করা হবে। এ শেয়ার তাঁরাই কিনতে পারবেন, যাঁদের শেয়ারবাজারে ন্যূনতম এক কোটি টাকার (বাজারমূল্যে) বিনিয়োগ রয়েছে।
	    	
                                
		    



