মার্কিন যুক্তরাষ্ট্র উপহার হিসেবে বাংলাদেশকে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান শুক্র ও শনিবার বাংলাদেশে আসছে এই ভ্যাকসিনের চালান।
মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, বিশ্বের সর্বত্র মহামারীর অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পরিবহন শুরু হবে।
এর আগে গত শনিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছেন বাংলাদেশকে শিগগিরই মডার্না টিকার ২৫ লাখ ডোজ দেয়া হবে।
করোনার প্রভাবে সংক্রমণের নতুন ঢেউ শুরু হওয়ায় সোমবার থেকে জোরালো লকডাউন শুরু করেছে বাংলাদেশ। মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়ে অফিস এবং গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং রাস্তায় নিরাপত্তা বাহিনীর সাথে মাঠে নামছে সেনাবাহিনী ।
Discussion about this post