স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২ ও ৩ জুলাই অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এর আগে থ্রিডি অ্যানিমেটর, ড্রাফটসম্যান, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কেয়ারটেকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী মডেল মেকার, সহকারী প্রিন্টার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার ও বুকবাইন্ডার পদের ৩৮টি শূন্য পদের জন্য লিখিত নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য যাঁরা ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, সেটা পরবর্তী পরীক্ষায় ব্যবহার করা হবে।
Discussion about this post