চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২২ শতাংশের বেশি।
আজ রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৮১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২০৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন শহরের, ছয়জন উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২১৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় তিন ব্যক্তির মৃত্যু হয়।
Discussion about this post