বড় দরপতনের এক দিন পরই উত্থানে শেয়ারবাজার। ঢাকার বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর। কমেছে লেনদেন। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৯২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৭ কোটি টাকার, যা গতকাল বুধবারের চেয়ে ৪৩৩ কোটি টাকা কম। গতকাল লেনদেন হয় ২ হাজার ৩০ কোটি টাকার। ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৫২টির, অপরিবর্তিত আছে ২৯টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, মালেক স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, ডাচ্–বাংলা ব্যাংক, এবি ব্যাংক, ম্যাকসন স্পিনিং, এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড, সাইফ পাওয়ার টেক, আইএফআইসি।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো রিলায়েন্স ইনস্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, ডাচ্–বাংলা ব্যাংক, গ্রিন ডেলটা, সোনারগাঁও, মালেক স্পিনিং, এস্কোয়ার নিট কম্পোজিট লিমিটেড, সোনার বাংলা ইনস্যুরেন্স, রূপালী ব্যাংক লিমিটেড ও ইন্ট্রাকো।
অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪০টির, অপরিবর্তিত আছে ২৮টির দর।