বাংলাদেশে বিনিয়োগের জন্য সাতটি খাতে উজ্জ্বল সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। খাতগুলো হলো পরিবহন ও লজিস্টিকস, জ্বালানি, আর্থিক সেবা, হালকা প্রকৌশল, কৃষি বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং ওষুধ। বিনিয়োগ আকৃষ্ট করতে কিছু খাতে সংস্কারের পরামর্শও দিয়েছে আইএফসি। এগুলো হলো স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীর জন্য সহায়ক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি; আর্থিক খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণ; অবকাঠামো উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করা।
আইএফসি গতকাল বুধবার বাংলাদেশ প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক (সিপিএসডি) প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বাংলাদেশের বেসরকারি খাত সম্পর্কে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফসির আঞ্চলিক অর্থনীতিবিদ জুলিয়া মিরুনোভা।