ভালোবেসে কেউ আমাদের করোনার টিকা দেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিকা। কিছু দেশ, যারা সারাক্ষণ গণতন্ত্র, স্বাধীনতার কথা বলে, তারা উড়োজাহাজ ভরে ভরে টিকা নিয়ে নিচ্ছে। সে কারণে দরিদ্র দেশগুলো কাঙ্ক্ষিত টিকা পাচ্ছে না।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ উদ্যোগে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ সোমবার বিকেলে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমলাতন্ত্রের বিশাল সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আমলাতন্ত্র ও সংস্কার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমলাতন্ত্র বই দেখে কাজ করে। সেই বইগুলো প্রধানমন্ত্রী পরিবর্তন না করলে কিছু হবে না। কারণ, বইয়ে মান্ধাতা আমলের এমন কিছু আইন আছে, যা বর্তমান সময়ের জন্য ক্ষতিকর।