অবশেষে মুখ খুললেন পরীমণি। ফেসবুকে পোস্ট দেও’য়ার দুই ঘণ্টার মাথায় জানালেন তা’কে হত্যা ও ধর্ষণচেষ্টায় অভি’যুক্ত ব্যক্তির নাম। জানান, তার ওপর সেদিন রা’তে নারকীয় অত্যা’চার চালিয়েছেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।
নিজের বাসায় গণমা’ধ্যম কর্মীদের সামনে এক সংবা’দসম্মে’লনে এ নিয়ে বি’স্তারিত জানান।
পরীমনি জানান, ১০ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলেন তিনি। রাত তখন ১২টা পেরিয়েছে। বন্ধুটি তাঁদের নিয়ে যান আশুলিয়ার একটি ক্লাবে। সেখানে মদ্যপানরত কয়েকজন ব্যক্তির সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তাঁর মুখে পানীয়র গ্লাস চেপে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মারধর করা হয় পরীর সঙ্গে থাকা জিমিকেও। এ ঘটনায় পরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম উল্লেখ করেছেন। অভিযোগের সত্যতা জানতে বেশ কয়েকবার ওই ব্যক্তির ফোনে যোগাযোগ করা হলে তাঁর নাম্বার বন্ধ পাওয়া গেছে।