ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল শুক্রবার আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক করা, স্ট্যাম্পে লাথি মারা ও পরে স্ট্যাম্প ভেঙে মাঠে আছড়ে ফেলে ভীষণ বিতর্কিত হন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। আচরণবিধি ভঙ্গ করায় তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহামেডানের এক সূত্র।
ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) এর কাছে সাকিবকে চার ম্যাচ নিষিদ্ধ করার আবেদন করেছিলেন ম্যাচ রেফারি মোরশেদুল আলম চৌধুরী।
আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে বোলিং করার সময় লেগ বিফোরের আবেদন জানান সাকিব, যাতে আম্পায়ার সাড়া দেননি। এতে ক্ষুব্ধ সাকিব লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন। এখানেই শেষ নয়। বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করে দিলে আরেকবার ক্ষেপে যান বিশ্বসেরা অলরাউন্ডার। এ যাত্রায় তিনি স্ট্যাম্প ভেঙে মাঠে আছড়ে মারেন।
এদিন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন সাকিব। মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকেও তিনি অশোভন ইঙ্গিত করেন। এরপর সুজন ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে আসতে থাকেন, তখন দুজনকে আলাদা করেন অন্যরা।
পরে ড্রেসিংরুমে গিয়ে সুজনের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চান সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেন। যদিও তাতে শাস্তি এড়াতে পারলেন না তিনি।
সিসিডিএম আজ এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি। অবশ্য শুক্রবার সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বলছিলেন, আম্পায়ার, ম্যাচ রেফারিসহ সংশ্লিষ্টদের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।
Discussion about this post