প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা। গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এমএ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন, আমিনুল হক শামীম, সালাউদ্দিন আলমগীর, এম.এ. রাজ্জাক খান ও বোর্ডের অন্য পরিচালকরা।