পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড চলতি ২০২০-২১ হিসাববছরের নয় মাসের (জুলাই-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে সাড়ে ১০ শতাংশ । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ২৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা ১৩ পয়ষা বা ১০ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
অপরদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৭ পয়ষা।
৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৭৯ পয়সা।