আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে স্পেনের পাঁচটি দল। বুধবার রাতে উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ১১-১০ গোলে হারিয়ে ইউরোপা লিগ শিরোপা জিতে নেয়ার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট নিশ্চিত করে ভিয়ারিয়াল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তারা যোগ দেবে লা লিগার অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়ার সঙ্গে।
বুধবার রাতে পোল্যান্ডের গদানস্কে ইউরোপা লিগ ফাইনাল ১২০ মিনিটের লড়াই শেষেও অমীমাংসিত থাকে ১-১ গোলে। যদিও দুর্দান্ত লড়াই হয় টাইব্রেকারে, যেখানে দুই দলের মাঠে থাকা ২২ খেলোয়াড়ই শট নেন। টানা ১০ গোল শেষে একাদশ শটে গোল করতে ব্যর্থ হন ম্যানইউর গোলকিপার ডেভিড গিয়া। বিপরীতে গোল করে ভিয়ারিয়ালের জয়ের নায়ক দলটির গোলকিপার জেরোনিমা রুলি।
ভিয়ারিয়ালকে তাদের ইতিহাসে ইউরোপের বড় কোনো শিরোপা এনে দিলেন আর্সেনাল ও পিএসজির সাবেক কোচ উনাই এমেরি, যিনি কোচ হিসেবে জিতলেন নজিরবিহীন চতুর্থ ইউরোপা লিগ শিরোপা। এর আগে সেভিয়াকে নিয়ে জিতেছেন তিনবার।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ড্রয়ে শীর্ষ র্যাংকধারী ক্লাবগুলোকে নিয়ে গড়া পট-১ এ অ্যাতলেটিকো, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান, স্পোর্টিং লিসবন, লিল এবং জেনিত সেন্ট পিটার্সবুর্গ কিংবা চেলসির সঙ্গে জায়গা পাবে ভিয়ারিয়াল।
লা লিগায় সপ্তম হওয়া ভিয়ারিয়ালের আগামী মৌসুমে খেলার কথা ছিল উয়েফার তৃতীয় বৃহত্তম ক্লাব আসর উয়েফা কনফারেন্স লিগে। কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ায় এখন কনফারেন্স লিগে স্পেনের আর কোনো দল থাকছে না।
ইংল্যান্ড, স্পেন, ইতালি ও জার্মানির প্রিমিয়ার লিগ থেকে শীর্ষ চারটি দল চ্যাম্পিয়ন্স লিগে এবং দুটি করে দল ইউরোপা লিগে খেলার সুযোগ পায়। এছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ানের তিনটি দল খেলে চ্যাম্পিয়ন্স লিগে। এবার ভিয়ারিয়ালের কৃতিত্বে স্পেন থেকে চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে পাঁচটি দল।