পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৭ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৮৯ পয়সা (রিস্টেটেড)। ৩১ ডিসেম্বরে ২০২০ শেষে কোম্পানটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১৮ পয়সা।
ঘোষণকৃত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুলাই সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুন।
Discussion about this post