গত বছরের শেষ দিক থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে বৈশ্বিক অর্থনীতি। কভিড-১৯ মহামারীর বিধ্বস্তপূর্ণ অবস্থা থেকে এরই মধ্যে কিছুটা পুনরুদ্ধার হয়েছে বড় অর্থনীতিগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জি২০-ভুক্ত দেশগুলোয় আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে রেকর্ড হয়েছে। কভিডের পর বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর এ জোট প্রথমবারের মতো কোনো প্রান্তিকে ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। যদিও কিছু দেশে এখনো ভাইরাসটির প্রাদুর্ভাব ও বিধিনিষেধ বজায় রয়েছে। তবে অর্থনীতিতে সেটার প্রভাব গত বছরের চেয়ে অনেক কম বলে মনে করা হচ্ছে। খবর আনাদোলু এজেন্সি।
সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) প্রতিবেদন অনুযায়ী, জি২০ আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে বছরের প্রথম তিন মাসে রফতানি ও আমদানিতে প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে। এ বাণিজ্যের হার আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৮ শতাংশ এবং ৮ দশমিক ১ শতাংশ। যুক্তরাজ্য বাদে সমস্ত জি২০-ভুক্ত অর্থনীতি কভিডের পর প্রথম কোনো প্রান্তিকে এমন ইতিবাচক প্রবৃদ্ধির দেখা পেয়েছে। এক্ষেত্রে ডলারের অবমূল্যায়ন ও পণ্যের মূল্যবৃদ্ধি এ বাণিজ্য পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে।
পণ্যের মূল্যবৃদ্ধি আর্জেন্টিনা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করেছে। ওইসিডি বলেছে, জানুয়ারি থেকে মার্চ সময়কালে শস্য ও উদ্ভিজ্জ তেলসহ কৃষিপণ্যে দাম আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। অন্যদিকে ধাতবগুলোর দাম ২০১১ সালের স্তরের কাছাকাছি ছিল। আর এসব পণ্যের বড় রফতানিকারক এই জি২০-ভুক্ত দেশগুলো। এছাড়া ২০২১ সালের প্রথম প্রান্তিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩৫ শতাংশ বেড়েছিল। কানাডায় ১০ দশমিক ৮ শতাংশ, রাশিয়ায় ১৩ দশমিক ১ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ১২ দশমিক ৪ শতাংশ পর্যন্ত রফতানি বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলে এমন উচ্চদামের রেকর্ড হয়েছে।
ওইসিডি বলেছে, বেশির ভাগ জি২০-ভুক্ত দেশে প্রধান আমদানি হয় জ্বালানি পণ্যগুলো। এজন্য মূল্যবৃদ্ধির ফলে এ সময়কালে দেশগুলোয় উচ্চ আমদানিরও রেকর্ড হয়েছে। পাশাপাশি কভিডের সময় ইলেকট্রনিকস পণ্যের তীব্র চাহিদা মূল্যবৃদ্ধি ও ঘাটতি সৃষ্টি করে। বিশ্বজুড়ে এখনো চিপ ও সার্কিটগুলোর ব্যাপক ঘাটতি চলছে। অন্য বেশ কয়েকটি কারণের পাশাপাশি এসব পণ্য সরবরাহের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হওয়ায় সংকট ও মূল্যবৃদ্ধি বিস্তৃত হয়েছে।
চিপের উচ্চবাণিজ্য আংশিকভাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধিতে অবদান রেখেছে। দেশটিতে রফতানি ও আমদানি যথাক্রমে ৫ দশমিক ৭ শতাংশ এবং ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। চিপ সংকট বিশেষত গাড়ি খাতের সরবরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করেছিল।
জি২০-ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পণ্য বাণিজ্য করা চীনে এ সময়ে ১৮ দশমিক ৯ শতাংশ রফতানি প্রবৃদ্ধি হয়েছিল। যেখানে একই সময়ে দেশটির আমদানি বেড়েছিল ১৯ শতাংশ। এটি দুই দশকের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে সর্বোচ্চ বাণিজ্যের রেকর্ড ছিল। ধাতব, ধাতব আকরিক ও সার্কিটের ওপর ভর করে চীনের আমদানি প্রবৃদ্ধির এ রেকর্ড হয়। যেখানে ইলেকট্রনিকস পণ্য, যানবাহন ও টেক্সটাইল পণ্যের হাত ধরে দেশটিতে রফতানি বেড়ে যায়। প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নের রফতানি ও আমদানি যথাক্রমে ৩ দশমিক ৮ শতাংশ এবং ৫ শতাংশ বেড়েছিল।
জি২০-ভুক্ত দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাজ্যেই নেতিবাচক ব্যবসায়িক প্রবৃদ্ধির রেকর্ড হয়েছে। প্রথম তিন মাসে দেশটির রফতানি ও আমদানি উভয়ই যথাক্রমে ৫ দশমিক ৭ শতাংশ এবং ১০ দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছে।
প্রথম প্রান্তিকে পরিষেবা বাণিজ্যে মাঝারি প্রবৃদ্ধির দেখা মেলে। জি২০-ভুক্ত কয়েকটি দেশের প্রাথমিক তথ্যে দেখা গেছে, পরিষেবা খাতের রফতানি ও আমদানি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৪ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ।