আগামী তিন মাসে (জুন-জুলাই ও আগষ্ট) চীন থেকে ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমদানি করা হবে। চীনের সিনোফার্মা থেকে সরকারিভাবে আমদানি করা হবে এ টিকা।
আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এসময় জানানো হয় , প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আমদানি করা হবে। চীনের দেড় কোটি টীকা আমদানিতে ব্যয় হবে ১৫ কোটি ডলার। বাংলাদেশী টাকায় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি টিকা আমদানিতে ব্যয় হবে ১০ মার্কিন ডলার।
Discussion about this post