ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনে চুক্তি সই করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রেলওয়ের পক্ষে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক আসাদুল হক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি-সিসিসিএলের পক্ষে লিউ জি বিং এবং প্যাকেজ ডব্লিউডি-২ (সেতু নির্মাণ) এর জন্য সিআরসিসি-এমএএইচএল এর পক্ষে তাং জিয়াওজিন চুক্তিপত্রে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেলওয়েতে চলমান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, যমুনা নদীর উপর আলাদা বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন স্থাপন, মোংলা পোর্টে রেল সংযোগসহ এখন অনেক প্রকল্প চলমান।
রেলপথ মন্ত্রণালয় জানায়, নতুন রেললাইন নেওয়ার প্রকল্পের মোট ব্যয় এক হাজার ২০২ কোটি ৪৯ লাখ টাকা। ফরিদপুর ও মাগুরা জেলার মধ্যে প্রকল্পের অবস্থান।
প্রকল্পের আওতায় মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ১৯.৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ, কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪.৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ, দুটি নতুন স্টেশন নির্মাণ (কামারখালী ও মাগুরা) হবে। এতে ২৮টি ছোট সেতু ও কালভার্ট নির্মাণ করতে হবে।
প্রকল্পটি মাগুরা জেলাকে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব সেলিম রেজা, রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discussion about this post