আগামী ২০২১-২২ অর্থ বছরের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। সেখানেই ২০২১-২২ অর্থ বছরের এডিপি অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।